সাঁওতালি লাঁগড়ে সেরেঞ

সাঁওতালি লাঁগড়ে সেরেঞ  


 আখাড়া দ ধানি গেচ্ মে 

আখাড়া দ ধানি গুরিচ্ মে 

আখাড়া রে ধানি ধীড়ি অটাং অঃ 

আখাড়া রে ধানি গুপি-কানাই জড়াও এ 

আখাড়া রে ধানি ধীড়ি অটাং অঃ( ২ ) 

আয়ো মোরিলে কে বা ধীড়ি রাখি পারা গো 

বাবা মোরিলে কে বা ধীড়ি রাখি পারে । 

হায় হায় কেবা কাধে গো কেবা ভাবে, 

কেবা হাঁসে, গো কেবা হায় হায় করে ।

******************************************

সাঁওতালি লাঁগড়ে সেরেঞ  

রাম মাদোল বাজাই 

কৃষ্ণা গীতা গাহে 

মোহন মীরোলি বাজাই 

সাত শায় গোপিনি জমকে ভাই নাচে গো 

খেলিব গো ভাই দিন সারা রাত ।

******************************************

জড় তলে ভাই জড় মাদোল বাজে গো 

তেতুল তলে ভাই জড় বাঁশি বাজে 

হামি বোলি ভাই কোন দেশের রুসিকা আইলো 

যাই দেখি ভাই আপনারো পীরুষ রুসিকা ।

******************************************

কাশি বনে দীটি পাক চরে গো 

কি করি লাগাল পাবো জিহু-জিহুলির মন 

ঘীরি ফিরি কপাক চরে গো 

কি করি লাগাল পাবো জিহু-জিহুলি মন ।

******************************************

সাঁওতালি লাঁগড়ে সেরেঞ  

কুড়চি কাঠের কপাটি 

রাজার বেটা বাডোহি সোম নগরের 

লাংতিতি, গোগোরশালো, পানির পিয়ো 

আইসো গো আইসো বাছা কোপাটে লিখো ।

******************************************

অনেক দীরে দা সিঞ চাঁদো শিকড়ি জোড়াও-এ সারি গে দাদা ঝটনা মীড়া মারে 

দেখি যারে দাদা বোহিন কেরা দীখ 

এক কনা চাল এক কলসি জল 

সারি গো হিন কোরো নাই 

তোমার মতো রাঁধিতে জানি নাই 

সারি গো হিন কোরো নাই 

বড় কলসি ছোট কমর 

পাছে ভাঁগি যাই গো 

সারি গো হিন কোরো নাই ।

******************************************

সাঁওতালি লাঁগড়ে সেরেঞ  

রাজার আম বাগানে ঞ্ছঞ্জলাংতিতি গারুড়াঞ্চঞ্চ মা বসে বাগানে গো থাকে বাগানে 

দেশে রে দাদা শোলো সায় কান 

লাং-তিতি-গোরুড়া কে টানি বিঁধাব ।

******************************************

রাম লখন দীটি ভায় 

মীখ ধীতে নামিছিল পীকুর ঘাটে 

পাথন বলি বসিছিল কাছিমাকা পিঠে 

সাই কাছিম চলিলো ওগোমাকা দরয়া তালাতে 

রাম লখন দীটি ভাই ডুবি মরিলো ।


অনলিয়ৗ:- কালীপদ হেম্ব্রম

https://t.me/santalicultur

Santali dasay /দাঁশায় চেদাঃ বন দাড়ান আ ?
Santali dasay /দাঁশায় চেদাঃ বন দাড়ান আ ?
Santali dasay /দাঁশায় চেদাঃ বন দাড়ান আ ?
Santali dasay /দাঁশায় চেদাঃ বন দাড়ান আ ?
Santali dasay /দাঁশায় চেদাঃ বন দাড়ান আ ?
Santali dasay /দাঁশায় চেদাঃ বন দাড়ান আ ?
Santali dasay /দাঁশায় চেদাঃ বন দাড়ান আ ?
Santali dasay /দাঁশায় চেদাঃ বন দাড়ান আ ?